• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলা, নিহত ২০


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৯:৪৪ এএম
বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলা, নিহত ২০

সোনালীনিউজ ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে ‘জঙ্গিদের’ হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলা চালানো হয়। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা বিশ্বের নাগরিকরা হোটলটি বেশি ব্যবহার করে। হামলার লক্ষ্যও তারা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। এর পরই তিন-চারজন মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।
স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটি ঘিরে ফেলে।
হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে। ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে। জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী একটি গ্রুপ জানিয়েছে, আল-কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা এ হামলার দায় স্বীকার করেছে।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!