• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৬, ০২:২০ পিএম
ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭

সোনালীনিউজ ডেস্ক
ভারতের পাঞ্জাব প্রদেশের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় চারজন সন্ত্রাসী ও তিনজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের পাঠানকোট জেলার একটি বিমানঘাঁটিতে এ হামলা হয় বলে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে। হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে ছিল এবং ছিনতাইকৃত পুলিশের একটি গাড়ি নিয়ে এই হামলা চালায়।

ভারতের একটি সংবাদমাধ্যমে বলা হয়, কমপক্ষে ছয়জন সন্ত্রাসী বিমানঘাঁটিতে হামলা করে। এ সময় বিমানঘাঁটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে গোলাগুলিতে চারজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিরাপত্তাকর্মীও নিহত হয়।

পাকিস্তান সীমান্ত থেকে পাঠানকোটের ওই বিমানঘাঁটির দূরত্ব ৫০ কিলোমিটার। হামলার পর ওই এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।

এদিকে এই হামলার জন্য ভারতের জয়েশ-ই-মোহাম্মদ নামে ইসলামি উগ্রপন্থিদের একটি গ্রুপকে দায়ী করা হচ্ছে। যদিও ওই গ্রুপটি এই ব্যাপারে এখনো মুখ খোলেনি।

এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে লাহোরে সাক্ষাৎ করেছেন এবং দুজনে মিলে শান্তির উদ্যোগ নিয়েছেন।

 

Wordbridge School
Link copied!