• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলা তুলে না নিলে আন্দোলনের হুঁশিয়ারি


ঢাবি প্রতিনিধি এপ্রিল ১৬, ২০১৮, ০৩:০১ পিএম
মামলা তুলে না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

ফাইল ছবি

ঢাবি: বুধবারের (১৮ এপ্রিল) মধ্যে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়া না হলে, ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র অধিকার মঞ্চ।

সোমবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে, সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।

মঞ্চের যুগ্ম আহ্ববায়ক নূর উল্লাহ অভিযোগ করেন, আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি।

নূর উল্লাহ বলেন, আন্দোলনকারীদের হয়রানি করা হলে, ছাত্রসমাজ তা মেনে নেবে না।

এদিকে, সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে কে বা কারা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে।

আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন অভিযোগ করেছেন, রাজধানীর চাঁনখারপুল থেকে যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, ফারুক হাসান, রাশেদ খানকে সাদা পোশাকের পুলিশ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে ঢাবিতে আবারও সংবাদ সম্মেলন ডেকেছেন কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল মামুন।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!