• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন না থাকলেই ব্যবস্থা‍‍’


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০১৬, ০১:০৫ পিএম
‘শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন না থাকলেই ব্যবস্থা‍‍’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'টয়লেট পরিস্কার পরিচ্ছন্ন না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

তিনি বলেন, 'ভালো মানের শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ খুব জরুরী। পরিচ্ছন্ন টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা সুষ্ঠু পরিবেশের প্রধান উপাদান।'
 
জাতীয় পর্যায়ের শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশনে 'দেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারি বাজেট বৃদ্ধি' শীর্ষক দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
 
মঙ্গলবার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে যৌথভাবে এ চাইল্ড পার্লামেন্টের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমী, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
 
চাইল্ড পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন নূরজাহান বেগম মুক্তা এমপি। স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন চাইল্ড পার্লামেন্টের সদস্য হাসান মাহমুদ ও মেফতাহুন নাহার।
 
চাইল্ড পার্লামেন্টের কিশোরী সদস্যদের বয়ঃসন্ধিকালের নানা সমস্যার কথা শুনে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, 'কিশোরী শিক্ষার্থীদের জন্য এ সময় পরিচ্ছন্ন টয়লেট অত্যন্ত জরুরী। এ বিষয়টি স্কুল কমিটিকে দেখার জন্য তিনি নির্দেশ দেন।'
 
স্কুল কমিটি ও শিক্ষকদের বয়ঃসন্ধিকালীন কিশোরীদের প্রতি যত্নশীল হওয়ার তাগিদ দিয়ে বলেন, 'প্রতিটি স্কুলের একজন করে শিক্ষককে সরকার এ বিষয়ে বিশেষ ট্রেনিং দেয়ার কথা ভাবছে। ভবিষ্যতে সরকার প্রতি স্কুলে একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ দেয়ার কথাও ভাবছে।'
 
শিক্ষামন্ত্রী বলেন, 'নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে স্টুডেন্টস কেবিনেট গঠন করা হয়েছে। ক্যাবিনেটের কাজ হচ্ছে শিক্ষকদের সাহায্য করা এবং বিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখা।'
 
স্টুডেন্ট কেবিনেটের দায়িত্ব স্বরণ করে দিয়ে তিনি আরও বলেন, 'দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন, নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূল কার্যক্রমে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করতে হবে।' যে সকল প্রতিষ্ঠানের ক্যাবিনেট এসব কাজ করতে পারবে না তাদের নেতৃত্বে থাকার কোন দরকার নেই বলেও তিনি উল্লেখ করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!