• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বরাদ্দ বেড়েছে


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ০৮:২৫ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বরাদ্দ বেড়েছে

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে মোট ১৯ হাজার ২৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মার আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (০২ জুন) নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটের মধ্যে ১৭ হাজার ৭৭৬ কোটি টাকা অনুন্নয়ন ব্যয় এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।

প্রস্তাবিত উন্নয়ন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের জন্য ২২৫ কোটি ৫৭ লাখ টাকা, পুলিশের জন্য ৩০৩ কোটি টাকা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জন্য ৫১ কোটি ৮৪ লাখ, কারা অধিদপ্তরের জন্য ২২২ কোটি ১৮ লাখ, বেসামোরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপন অধিদপ্তরের জন্য ৩০৯ কোটি ৩২ লাখ টাকা, কোস্টগার্ডের জন্য ৩০২ কোটি ৩৯ লাখ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য ১২ কোটি ৮ লাখ এবং পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের জন্য ৩৩ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তুাব করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১২ হাজার ৩৯২ কোটি টাকা।

এ অর্থবছরে মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এ বছরের বাজেটের আকার ৪৪ হাজার ৯০৫ কোটি টাকা বেশি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বাজেট এটি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!