• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ত্রের ভারসাম্যে ভারত-পাকিস্তানের অবস্থান


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১১:০০ এএম
অস্ত্রের ভারসাম্যে ভারত-পাকিস্তানের অবস্থান

উরিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে পড়বে? এখনই অতদূর ভাবতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে শক্তির ভারসাম্যে এখন কে কোথায় দাঁড়িয়ে, একবার দেখে নেওয়া যাক?

ভারতীয় সেনা বাহিনীতে সৈন্যর সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার/ পাকিস্তান বাহিনীতে সৈন্যর সংখ্যা ৬ লাখ ২০ হাজার।

ভারতের রিজার্ভ সামরিক কর্মী ২১ লাখ ৪৩ হাজার/ পাকিস্তানের রিজার্ভ সামরিক কর্মী ৫ লাখ ১৫ হাজার।

ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৬৪৬৪টি/ পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২৯২৪টি।

ভারতের সাঁজোয়া গাড়ি ৬৭০৪ টি/ পাকিস্তানের সাঁজোয়া গাড়ি ২৮২৮ টি।

ভারতের SPG-র সংখ্যা ২৯০/ পাকিস্তানের SPG-র সংখ্যা ৪৬৫।

ভারতের কামানের সংখ্যা ৭৪১৪ টি/ পাকিস্তানের কামানের সংখ্যা ৩২৭৮ টি।

ভারতের মাল্টিপল রকেট সিস্টেম ২৯২ টি/ পাকিস্তানের মাল্টিপল রকেট সিস্টেম ১৩৪ টি।

ভারতীয় বিমান বাহিনীর মোট বিমান ২০৮৬টি/ পাক বিমান বাহিনীর মোট বিমান ৯২৩ টি।

ভারতের ফাইটার-ইন্টারসেপ্টর ৬৭৯ টি/ পাকিস্তানের ফাইটার-ইন্টারসেপ্টর ৩০৪ টি।

ভারতের ফিক্সড উইন অ্যাটাকার ৮০৯ টি/ পাকিস্তানের ফিক্সড উইন অ্যাটাকার ২৬১ টি।

ভারতের প্রশিক্ষণ যুদ্ধবিমান ৩১৮ টি/ পাকিস্তানের প্রশিক্ষণ যুদ্ধবিমান ১৭০ টি।

ভারতের হেলিকপ্টার ৬৪৬ টি/ পাকিস্তানের হেলিকপ্টার ৩০৬ টি।

ভারতের অ্যাটাক হেলিকপ্টার ১৯ টি/ পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার ৫২ টি।

ভারতের মোট নৌ বাহিনীর ২৯৫ টি জাহাজ/ পাকিস্তানের মোট নৌ বাহিনীর ১৯৭ টি জাহাজ।

ভারতের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ২ টি/ পাকিস্তানের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নেই।

ভারতের হাতে ফ্রিগেট ১৪ টি/ পাকিস্তানের হাতের ফ্রিগেট নেই।

ভারতের ডেস্ট্রয়ারের সংখ্যা ১০/ পাকিস্তানের ডেস্ট্রয়ার নেই।

ভারতের করভেট এর সংখ্যা ২৬/ পাকিস্তানের করভেট নেই।

ভারতের হাতে সাবমেরিন ১৪ টি/ পাকিস্তানের হাতে সাবমেরিন ৫টি।

ভারতের উপকূলরক্ষী জাহাজ ১৩৫ টি/ পাকিস্তানের উপকূলরক্ষী জাহাজ ১২ টি।

ভারতের মাইন ওয়ারফেয়ার ৬টি/ পাকিস্তানের মাইন ওয়ারফেয়ার ৩টি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!