• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘আগস্ট থেকে কাঁচপুর মেঘনা ও গোমতী’র সেতুর পাইলিং কাজ শুরু’


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০১৬, ০৫:৫০ পিএম
‘আগস্ট থেকে কাঁচপুর মেঘনা ও গোমতী’র সেতুর পাইলিং কাজ শুরু’

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী আগস্ট মাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী নদীর উপর নির্মাণাধীন চার লেনের তিনটি সেতুর পাইলিং কাজ শুরু হবে।
আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় সেতুর নির্মাতা কোম্পানী জাপানের টোকিও করপোরেশনের কর্মকর্তা এবং সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাঁচপুর, মেঘনা ও গোমতী নদীর সেতুর নির্মাণ ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এরমধ্যে জাইকা দিবে সাড়ে ছয় হাজার কোটি টাকা।
২০১৮ সালের নভেম্বরের আগেই সেতু নির্মাণের কাজ সমাপ্ত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে মন্ত্রী জানান।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!