• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনসার ক্যাম্পে হামলায় নিহত ১, অস্ত্র লুট


টেকনাফ প্রতিনিধি মে ১৩, ২০১৬, ১০:৩৯ এএম
আনসার ক্যাম্পে হামলায় নিহত ১, অস্ত্র লুট

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় আনসার বাহিনীর শালবন ক্যাম্পে ডাকাতদের হামলায় আলী আহমদ (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। এ সময় ডাকাতরা ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় শালবন ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আনসার আলী আহমদের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

হামলার সময় ওই ক্যাম্পে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ক্যাম্পে হামলা চালায়। এ সময় তিনিসহ ওই ক্যাম্পে নয়জন ছিলেন। সবাই ঘুমিয়েছিলেন। আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আর্তনাদের শব্দে তার ঘুম ভাঙে। সেখানে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ও অন্যদের বেঁধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যা করে ও অস্ত্র লুট করে।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, লাশ ক্যাম্পের কাছে রাখা আছে। কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থলে গেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!