• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াই ঘণ্টা আগে সমাবেশের অনুমতি পেল বিএনপি


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০১৮, ০৩:৪১ পিএম
আড়াই ঘণ্টা আগে সমাবেশের অনুমতি পেল বিএনপি

ঢাকা: আড়াই বছর পর রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেল ৩টা থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মাইক লাগানো, ট্রাকে মঞ্চ তৈরিসহ প্রস্তুতি চলছে।

শুক্রবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর থেকে কর্মী-সমর্থকরা সভাস্থলে আসতে শুরু করেন।

২৩টি শর্ত সাপেক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বেগম জিয়ার মুক্তি ও তার চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে ঢাকাসহ সারাদেশে মহানগর-জেলা-উপজেলায় একযোগে এই বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছে বিএনপি।

সবশেষ ২০১৬ সালের ৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। সেখানে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন বেগম জিয়া।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!