• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ডে নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০১৮, ১১:৪৬ এএম
ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ডে নিহত ১০

ঢাকা: ইন্দোনেশিয়ায় একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডে অন্তত ১০ নিহত ও ৪০ আহত হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) ভোরে দেশটির আচেহ প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। তবে খালিজ টাইমস পুলিশের বরাত দিয়ে বলেছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

খবরে বলা হয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আর সরকারি তেল কোম্পানি পেট্রামিনা তাদের সহায়তা করছে।

আগুনে স্থানীয় কয়েকটি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নেভানোর চেষ্টা চলছে। আহতদের প্রদেশের রাজধানী বান্দা আচেহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো নগ্রোহো বলেছেন, আমরা হতাহতের তালিকা করার চেষ্টা করছি, কারণ আগুন এখনও নেভেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব আচেহ জেলায় ২৫০ মিটার গভীর ওই কূপটি অবৈধভাবে খনন করা হয়েছে। সেখান থেকে স্থানীয়রা তেল উত্তোলনে জড়ো হয়েছিল।

পুলিশ বলছে, ওই এলাকায় কেউ ধূমপান করার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পূর্ব আচেহর পুলিশ প্রধান ওয়াহয়ু কুনকোরো বলেছেন, আমরা সন্দেহ করছি, স্থানীয়রা অবৈধভাবে কূপটি খনন করেছে এবং কেউ ধূমপান করার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!