• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাকে দায়েশের রাসায়নিক অস্ত্র ব্যবহার


আন্তর্জাতিক ডেস্ক মে ১৬, ২০১৬, ১১:০৩ এএম
ইরাকে দায়েশের রাসায়নিক অস্ত্র ব্যবহার

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। ইরাকের একটি সেনাসূত্রে জানা গেছে, ইরাকের উত্তরাঞ্চলে স্বেচ্ছাসেবক পেশমার্গা বাহিনীর ওপর দায়েশ সন্ত্রাসীরা এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। স্থানীয় পেশমার্গা কমান্ডার মাখমুর সিরওয়ান বারজানি কুর্দি মিডিয়া নেটওয়ার্ককে জানান, দায়েশ সন্ত্রাসীদের রাসায়নিক হামলায় কুর্দি ১৪ সেনা আহত হয়েছে। এ সময় পেশমার্গা যোদ্ধারা পাল্টা হামলা চালায় এবং বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে।

বারজানি জানান, আহত যোদ্ধাদের অবস্থা এখন অনেকটাই শংকামুক্ত। কুর্দিদের পাল্টা হামলার পর যুদ্ধক্ষেত্রের অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি। গত সপ্তাহে ‘অর্গানাইজেশন ফর প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স’র মহাপরিচালক আহমেদ উজুমচু জানিয়েছিলেন, হেগভিত্তিক ফ্যাক্ট ফাইন্ডিং কমটি দায়েশের রাসায়নিক গ্যাস বা মাস্টার্ড গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে।

এছাড়া, গত ৯ মে কুর্দি সূত্রগুলো বলেছিল, দায়েশ সন্ত্রাসীরা ইরাকের কিরকুক প্রদেশের বাশির এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!