• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসরায়েল আগুন নিয়ে খেলছে, আজান নিষিদ্ধ প্রসঙ্গে মেশাল


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২১, ২০১৬, ০৯:৪৬ পিএম
ইসরায়েল আগুন নিয়ে খেলছে, আজান নিষিদ্ধ প্রসঙ্গে মেশাল

জেরুজালেমের মসজিদগুলোতে আজান নিষিদ্ধের চক্রান্ত করে ইসরায়েল ‘আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও রাজনৈতিক দল হামাসের প্রধান খালেদ মেশাল। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে রোববার এ কথা বলেন তিনি।

ইসরায়েলের এ ধরনের কাণ্ড আরব এবং মুসলিম বিশ্বে ‘গণ-প্রতিক্রিয়া’ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন মেশাল। তিনি বলেন, এই প্রতিক্রিয়া দেখে ইসরায়েলের উচিৎ আজান নিষিদ্ধের বিলটি সংসদ থেকে প্রত্যাহার করে নেয়া। এ ধরনের বিল পাস জেরুজালেমে ইহুদিদের ধর্মীয় প্রার্থনাকেও বাধাগ্রস্ত করবে বলে মনে করেন হামাসের এই নেতা।

ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত না হলে এবং ওই ভূখণ্ডটিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হলে কোনো স্থিতিশীলতা আসতে পারে না বলেও মন্তব্য করেন মেশাল। যুক্তরাষ্ট্রের নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিবর্তন ফিলিস্তিনের ইস্যুকেও প্রভাবিত করবে। তবে জনগণের প্রতিরোধই পারে ইতিহাস তৈরি করতে।’

প্রসঙ্গত, মসজিদ থেকে দৈনিক পাঁচবার প্রচারিত আজানের ধ্বনির ওপর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে গত ১৩ নভেম্বর ইসরায়েলি সংসদ নেসেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। ওইদিন নেসেটে ইসরায়েলি আইনপ্রণেতারা দুটি বিল উত্থাপন করেন। একটিতে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করার চলমান একটি কর্মসূচি বন্ধ করে তাদের বৈধতা দেয়ার কথা বলা হয়েছে। অন্য বিলটিতে দৈনিক পাঁচবার উচ্চ শব্দে আজানের শব্দ প্রচার সীমিত করতে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আজানের শব্দ সীমিতকরণের এ উদ্যোগ মূলত বহু ইসরায়েলি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে নেয়া হয়েছে। এতে বিভেদ সৃষ্টির সুযোগ নেই।’ তবে বিশ্লেষকরা তার এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসেফ ইদেইস বলেন, ‘ইসরায়েলের এ উদ্যোগ সংশ্লিষ্ট এলাকায় ইহুদি ও মুসলিমদের মধ্যে চরম বিভেদের ক্ষেত্র তৈরি করছে।’

ফিলিস্তিনি কর্মকর্তা নাবিল আবু রুদেইনা বলেন, ‘ইসরায়েলের এ উদ্যোগ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বিপর্যয় ডেকে আনবে। দেশটির সাম্প্রতিক এসব উসকানিমূলক কর্মকাণ্ড থামানোর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের দ্বারস্থ হবে।’

সোনালীনিউজ/ ঢাকা/ আরএস

Wordbridge School
Link copied!