• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৮, ১২:০০ পিএম
ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল

ঢাকা: প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাতেই আনোয়ারা বেগমের মরদেহ গুলশানে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

সকালে প্রথমে প্রয়াতের মরদেহ শেষ কর্মস্থল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সেখানে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর তাঁরা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!