• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের সকাল বাড়ি এসেছে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুন ১৯, ২০১৮, ১০:৫৯ এএম
ঈদের সকাল বাড়ি এসেছে

ঈদ এসেছে খুশি নিয়ে,
নতুন জামার সাথে ।
জামা আমার হারিয়েছে,
তিন বছরে আগে ।

ঈদের খুশি কেমন লাগে,
জানি না তো আমি ।
ঈদ এলে কষ্ট বাড়ে,
মানুষ হাসির মাঝে ।

সবাই হাসে মায়ের কোলে,
আমি থাকি শূন্য ঘরে ।
মা আমার হারিয়ে গেছে,
তিন  বছর বয়সে ।

সেমাই থাকে রান্না ঘরে,
মা আসবে ঈদের হাসিতে ।
তাই তো আমি,
এই খুশিতে নতুন জামা কিনি ।

পাগল ছেলে বলে কি !
মা আসবে কেমন করে ।

ঈদের মেলা চলছে এখন!
মা আছে নিজের মত,
নিজের বাড়ি নিয়ে ।

তোমরা শুনতে পারছো!
আমায় মা ভাড়া দিবে,
ঈদ করার জন্য ।

একটি দিন থাকবো আমি,
মায়ের কোলের মাঝে ।

ঈদের খুশিতে মাকে বলবো,
মা ভালোবাসি তোমাকে ।
জানো সকলের মায়েরা,
ঈদের সকালের আলোতে
খোকা বলে ডাকে ।

তুমি কি আমায়।
একবার আদর করে বলবে,
খোকা আমার সকাল হয়েছে ।

ঈদের সকাল বাড়ি এসেছে ,
বাপ আমার গোসল করো ।
মাঠে গিয়ে দোয়া করো ,
সকল মানুষের জন্য ।

এইতো মা আমার,
মা! মা! কোথায় তুমি !

স্বপ্ন আমার হলো কাল!
মায়ের আদর হারিয়ে গেলো,
ঘুম ভাঙ্গার সাথে ।

আমার একটি রাত চাই,
মায়ের সাথে থাকবো আমি
ঘুমের রাজ্যের মাঝে ।

স্বপ্নের মাঝে মা আসবে,
নতুন জামা নিয়ে ।

ঈদের বাজারে দাম বেড়েছে,
রাতের আলোতে রং লেগেছে ।

আমায় একটি বাজার দিবে,
যে বাজারে মা আছে ।
পায়ে পড়ে বলবো আমি,
তোমায় ভালবাসি মা ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!