• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার


বিশেষ প্রতিনিধি জুলাই ২১, ২০১৭, ০৭:৩১ পিএম
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার

ফাইল ফটো

ঢাকা: আগামী ২৩ জুলাই (রোববার) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ দিন দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের ফলে তথ্য-উপাত্ত তুলে ধরবেন।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ২৩ জুলাই ফল প্রকাশের ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি। এখন সে অনুযায়ী প্রস্তুতি চলছে। 
  
নজিরবিহীন সতর্কতার মধ্য দিয়ে ১ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়েছিল। এবার ১০ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ২৫ মে। 
  
এবারের এসএসসি পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। কিন্তু এইচএসসির ফল ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে দুই মাসের মধ্যে প্রকাশ করা হচ্ছে। 
  
এ ব্যাপারে ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার এইচএসসি পরীক্ষার রুটিনে গত বছরের চেয়ে ২৩ দিন সময় কমানো হয়। এ সময়টা পরীক্ষা শুরু থেকে শেষ হওয়ার মধ্যে ছিল। 

সাধারণত প্রথমদিকে শেষ হওয়া বিষয়ের খাতা পরীক্ষা চলাকালেই নিরীক্ষা শেষ করানো হয়। সেই হিসাবে ফলা প্রস্তুতির ক্ষেত্রে এ ২৩টি দিন কম পাওয়া গেল। সে কারণে ব্যবহারিকের ১০ দিন নেয়া হয়। বরং এ হিসাবে ফল প্রস্তুতির ক্ষেত্রে ১৩ দিন কম পাওয়া গেল।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!