• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একনেকে ৬ প্রকল্পের অনুমোদন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৬, ০১:১৬ পিএম
একনেকে ৬ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ছয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

উন্নয়ন প্রকল্পগুলোতে প্রকল্প সাহায্য ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকি অর্থ সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে।

অনুমোদিত ছয় উন্নয়ণ প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ। যার আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতের আগরতলার মধ্যে নতুন রেলরুট স্থাপন করা হবে।

এই প্রকল্পটির মোট ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় অনুদানই থাকছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা। বাকি ৫৭ কোটি ০৫ লাখ টাকা জিওবি থেকে মেটানো হবে।

বৈঠক শেষে এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!