• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
গতবছর ছিল ৫৩ প্রতিষ্ঠান

এবার ৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি


বিশেষ প্রতিনিধি মে ৪, ২০১৭, ০২:৪২ পিএম
এবার ৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ঢাকা :এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল। অর্থাৎ সেসব প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করেনি।

গতবছর এই সংখ্যা ছিল ৫৩টি। সে হিসেবে এবার শতভাগ ফেল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪০টি। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। উত্তরপত্রের সঠিক মূল্যায়নের কারণেই এমনটি হয়েছে- ধারনা সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার (৪ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, এই বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।

নাহিদ বলেন, এবারে পরীক্ষায় ২৮ হাজার ৩৫৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ১০৭টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৫২টি।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাস করেছে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় আট শতাংশ। এছাড়া গত বছরের তুলনায় এবার জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

এবার এক লাখ চার হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর যা ছিল এক লাখ ৯ হাজার ৭৬১ জন।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!