• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাবুলে গাড়ি বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৪


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৪, ২০১৭, ১২:১১ পিএম
কাবুলে গাড়ি বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৪

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন দেশটির সরকারী এজেন্সিগুলোর বরাত দিয়ে খবরটির দিয়েছে আল জাজিরা। 

সোমবার (২৪ জুলাই) সকালে খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের স্টাফদের বহনকারী বাসকে লক্ষ করে হামলা চালানো হয় বলে জানিয়েছে গোয়েন্দা অধিদপ্তর। 

পুলিশের মুখপাত্র নাজিব দানিশ জানায় এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার স্থানটি শিয়া হাজেরাদের অধ্যুষিত এলাকা, যারা জাতিগতভাবে নিগৃহীর শিকার। ঘটনার পর পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। ওই এলাকায় দেশটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাক্বীক বসবাস করেন। 

ঘটনার পর আল জাজিরার কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান হামলার দায় স্বীকার করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!