• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


আলমগীর হোসেন, গাজীপুর নভেম্বর ২১, ২০১৭, ১০:০১ এএম
কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: জেলার কালিয়াকৈরে নির্মনাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে রুবেল হোসেন (২৩) এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সফিপুর পশ্চিমপড়া এলাকার ড্রীমল্যান্ড আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রুবেলের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর এলাকায়। তিনি উপজেলার রতনপুর এলাকায় ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সফিপুর পশ্চিমপড়া ড্রীমল্যান্ড আবাসিক এলাকায় আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীর ভবনের কাজ করছিল রুবেল হোসেনসহ কয়েকজন নির্মান শ্রমিক। এসময় তার পাশের আরেকটি নতুন ভবনের ছাদে কাজ চলছিল। হঠাৎ পাশের ওই ভবন থেকে একটি বাঁশ রুবেলের মাথায় পড়ে। এতে রুবেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!