• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না’


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৭, ০২:২৬ পিএম
‘কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না’

ঢাকা: ‘কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না ‘। তাই তোর কাজই কামড়ানো। ছোটলোক কোথাকার, তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। ছি!’ আমাকে নিয়ে আর কতো ষড়যন্ত্র করবি? আর কতো ক্ষতি করার চেষ্টা করবি?

কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কতো ছোটলোকই করাবি? আর কতো ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির।তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর।

আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কী? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? রাখ, এটাই পারবি তুই, সত্যি কে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্ট হাসি দিয়ে বাজে কথা বলে, মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ।

করতে থাক, আল্লাহ আছেন একজন, তবে একটা কথা মনে রাখিস জোর করে আর ছোটলোকই করে, ব্ল্যাকমেইল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনই কিছু হয়না. হয়তো সাময়িক কিন্তু স্থায়ী না।’

শনিবার (৯ সেপ্টেম্বর) সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী তার ফেসবুক স্টাটাসে লিখেছেন এমন ক্ষোভের কথা। তবে তিনি কাকে উদ্দেশ্য করে সে স্ট্যটাসটি দিয়েছেন সেটি তিনি লিখেন নি।

শবনম বুবলীর প্রথম চলচ্চিত্র ছিল ‘বসগিরি’। তারপর ‘শুটার’। দুটি ছবি দিয়েই দর্শকদের সামনে ভিন্নভাবে উপস্থিত হয়েছেন। অন্যরকম গল্পেও তারা ভালোভাবেই শবনম বুবলীকে গ্রহণ করেছে। আর এবারের ঈদে তার অভিনীত ‘অহংকার’ ও ‘রংবাজ’ মুক্তি পেয়েছে। ছবি দুটিতে তার সহ-শিল্পী শাকিব খান। পরিচালনা করেছেন-যথাক্রমে শাহাদাত হোসেন লিটন ও আব্দুল মান্নান।দুটি ছবিই ব্যবসায়িক সফলতা পেয়েছে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!