• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোহলিতে মুগ্ধ জয়াসুরিয়া


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০১৬, ০৬:০৬ পিএম
কোহলিতে মুগ্ধ জয়াসুরিয়া

ঢাকা : ব্যাট হাতে রানের ফল্গুধারা ছোটাচ্ছেন। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দলকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন। তার ব্যাটিং দেখে অনেকে বলছেন, একদিন তিনি মাষ্টার ব্লাষ্টার শচীন টেন্ডুলকারকেও ছাপিয়ে যাবেন। কোহলির ব্যাটিং যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া।

তার ভাষায়,’ কোহলির অধ্যবসায় আছে। প্রতিটি ম্যাচের আগে ও কঠোর পরিশ্রম করে। ও সবসময় নিজের খেলা নিয়ে চিন্তা ভাবনা করে। এর প্রতি মনোনিবেশ করে। একজন ক্রিকেটারের কাছে এটাই তো চাই।’

মাঠের বাইরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা-কোহলিকে নিয়ে কত কথা রটেছে, কিন্তু মাঠে এর কোন প্রভাবই পড়েনি। মাঠে শতভাগ পেশাদার কোহলি। জয়াসুরিয়ার মুখেও ঝরলো তার পেশাদারিত্বের প্রশংসা,‘ কোহলি ভয়ংকর পেশাদারও। একজন ক্রিকেটার যখন ম্যাচের আগে নিজেকে নিংড়ে দেয়, প্রচুর পরিশ্রম করে, তখন সে তো সফল হবেই।’ 

কোহলির পাশাপাশি অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনেরও প্রশংসা করেছেন জয়াসুরিয়া। সাম্প্রতিক সময়ে বোলিংয়ের পাশপাশি নিজের ব্যাটিংয়েরও অভূতপূর্ব উন্নতি করেছেন তামিলনাড়–র স্পিনার। অশ্বিনকে নিয়ে জয়াসুরিয়ার মন্তব্য,‘ অফ স্পিনার হিসেবে ও অনেক উন্নতি করেছে। পরিণত হয়েছে। ব্যাট হাতেও তার উন্নতির ছাপ চোখে পড়ার মতো। ভারতের জন্য যা সত্যি দারুন খবর।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!