• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০১৮, ০৪:৫৬ পিএম
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে

ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার নানা টালবাহানা করছে । তিনি বলেন, আজকে ১০-১২ দিন তাঁর পরিবারের কাউকে দেখা করতে দিচ্ছে না। পছন্দের হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। অথচ বর্তমান প্রধানমন্ত্রী ২০০৭ সালে যখন বন্দি ছিলেন তখন তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা  ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক ডক্টরস এসোসিয়েশন আব বাংলাদেশ (ড্যাব) এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি’র এ নেতা বলেন, সরকার দলীয় নেতারা বলে বেড়াচ্ছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ। প্রশাসনকে ছাড়া মাঠে নামেন দেখা যাবে কারা কতটুকু আন্দোলন করতে পারে। আমরা মানুষ মারার আন্দোলনে বিশ্বাসি নই, আমরা লগী বৈঠার আন্দোলনে বিশ্বাসি নই ,আমরা বিশ্বাসি গণতান্ত্রিক আন্দোলনে। আর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যেমেই দেশের মানুষকে মুক্ত করবো।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং সামনের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। ২০১৪ সালের নির্বাচনে গণমাধ্যম সাক্ষি ভোট কেন্দ্রে কুকুর পাহাড়া দিয়েছে। আগামী নির্বাচন ১৪ সালের নির্বাচন নয় আগামী নির্বাচন ২০১৮ সালের নির্বাচন। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবো।

ডক্টরস  এসোসিয়েশন আব বাংলাদেশ’র সভাপতি ডা: এ কে এম আজিজুল হক এর সভাপতিত্বে ড্যাব যুগ্ম- মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  ডা: ফরহাদ হালিম ডোনার, ড্যাব সহ-সভাপতি অধ্যাপক ডা: রফিকুল কবির লাবু, ড্যাব সহ-সভাপতি ডা: আব্দুস সালাম শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া, ড্যাব সহ-সভাপতি অধ্যাপক হারুন উর-রশিদ, ড্যাব যুগ্ম মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল প্রমূখ। এসময় দেশে বিভিন্ন মেডিকেল থেকে আমন্ত্রীত প্রবীন-নবীণ ডাক্তাররা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!