• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০১৭, ১১:৩০ এএম
গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর গাবতলীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শাহ আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে গাবতলী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে তিনি নিহত হন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত থেকেই রণক্ষেত্রে পরিণত হয় গাবতলী। রাতভর পুলিশ-র‌্যাবের সঙ্গে সংঘর্ষ হয় শ্রমিকদের। অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট সফল করতে রাতে রাস্তায় অবস্থান নেয় শ্রমিকরা। পুলিশ তাদের সরাতে গেলে বাধে সংঘর্ষ। সকালে শ্রমিকদের সরাতে যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের রাবার বুলেটে শাহ আলম নামে একজন মারা যাওয়ার দাবি করেন শ্রমিকরা। তিনি বৈশাখী পরিবহনের কর্মী। তার বাড়ি রাজবাড়ী বলে জানিয়েছেন সহকর্মীরা।

মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের মুখে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এসময় পুলিশ আটক করে কয়েকজনকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!