• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুগল সার্চে ৫ হাজার গুণ বেড়েছে ‘প্রেসিডেন্ট ইমপিচ’


নিউজ ডেস্ক নভেম্বর ১০, ২০১৬, ০৭:৩৬ পিএম
গুগল সার্চে ৫ হাজার গুণ বেড়েছে ‘প্রেসিডেন্ট ইমপিচ’

মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর ‘How to impeach a president’ অর্থাৎ ‌‘কিভাবে প্রেসিডেন্টকে অভিযুক্ত করা যায়’- এই শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ করার প্রবণতা ৫ হাজার গুণ বেড়ে গেছে।  

গুগল সার্চের প্রবণতার ডাটা থেকে বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ দেয়ার হার ৪ হাজার ৮৫০ গুণ বেড়েছে।  

আর অবাক করা বিষয়টি হচ্ছে, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা দেয়ার এক ঘণ্টার মধ্যেই ‘প্রেসিডেন্ট ইমপিচ’ বিষয়ে গুগলে সার্চ হচ্ছে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশিবার সার্চ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়ায়, ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন ও কলারাডো রাজ্য থেকে। এসব রাজ্যের সবকটিতেই ডেমোক্রেটরাই জিতেছেন।

টুইটারে আমেরিকার ব্যবহারকারীরা জানাচ্ছেন, তারা গুগলে ‘হাউ টু’ লিখলেই এরপরে সাজেস্ট করছে- ‘ইমপিচ এ প্রেসিডেন্ট’।

ইমপিচ হচ্ছে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে বহিষ্কার করার বৈধ আইনি প্রক্রিয়া। যেখানে পার্লামেন্টের সদস্যরা প্রয়োজনীয় ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পারেন। 

৯ নভেম্বর আমেরিকানরা ভোটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। তিনি পেয়েছেন ২৮৯টি ও হিলারি পেয়েছেন ২২৮টি ইলেকটোরাল কলেজের ভোট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!