• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৩, ২০১৮, ০৮:২৭ পিএম
গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

ঝালকাঠি : ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত ধর্ষণ চেষ্টার দায়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জমাদ্দারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ প্রদান করেছে। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে।

আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২৩ অক্টোবর) এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় একই গ্রামের কৃষ্ণ মালির স্ত্রী মুক্তা রানী মালিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মুক্তারানী মালির দেবরের চিৎকার চেচামেচিতে নজরুল ইসলাম জমাদ্দার পালিয়ে যায়। এ ব্যাপারে মুক্তারানী মালি বাদী হয়ে কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম ফারুক ২০১৬ সালে ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এ রায় প্রদান করে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!