• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারি


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৪, ২০১৭, ১০:২৭ এএম
গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারি

ঢাকা: যেন সিনেমা! গ্রেপ্তারি থেকে বাঁচতে ভোল পাল্টে ফেলে অপরাধীরা, এটা নতুন কিছু নয়। গোঁফ-দাড়ি রাখা বা কামিয়ে ফেলা, হেয়ারস্টাইল বদলে ফেলার ঘটনা চোখে পড়ে। কিন্তু একেবারে প্লাস্টিক সার্জারি করে ফেলা! দিল্লিতে মিলেছে এমনই এক চোরের সন্ধান।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, গ্রেপ্তার কুণালের বিরুদ্ধে রয়েছে ৬২টি অটো চুরির অভিযোগ। মূলত দিল্লি ও তার আশপাশের অঞ্চলই ছিল কুণালের মৃগয়াভূমি।

ডেপুটি পুলিশ কমিশনার রোমিল বানিয়া জানিয়েছেন, দক্ষিণ দিল্লির নেহরু প্যালেস থেকে গ্রেপ্তার হয়েছে কুণাল। সঙ্গে ছিল তার দুই সঙ্গি ইরশাদ আলি ও মহম্মদ সাদাব। বানিয়া জানিয়েছেন, মূলত নিজের ও তার প্রেমিকার খরচের অর্থ জোগাতেই অটো চুরি করত কুণাল।

বানিয়ার কাছ থেকেই জানা গিয়েছে চার বছর আগে প্লাস্টিক সার্জারি করায় কুণাল। উদ্দেশ্য ভোল পাল্টে পুলিশকে বোকা বানানো। কিন্তু শেষ পর্যন্ত তার চাল ব্যর্থ হল। যেতে হল শ্রীঘরে।

কুণালকে গ্রেপ্তারের পাশাপাশি ১২টি গাড়িও জব্দ করা হয়েছে। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে আরও কেউ কেউ যুক্ত রয়েছে। তাদের খোঁজ চালানো হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!