• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাতক স্বামীকে পুলিশে দিল কাউন্সিলর


রংপুর প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৬, ০৫:৩০ পিএম
ঘাতক স্বামীকে পুলিশে দিল কাউন্সিলর

রংপুর : পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শাহিনা বেগমকে হত্যার পর পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না ঘাতক স্বামী নূর আলমের। হত্যার ঘটনায় জড়িত নূর আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল ইসলাম শাফি।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নূর আলমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

পুলিশ জানায়, রোববার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর দর্শনা কোর্ট ঘাঘটপাড়া এলাকায় শাহিনা বেগমকে (২৩) হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রাখে নূর আলম ও তার ভাই নজরুল ইসলাম। ঘটনার পর নূর আলমের বাড়ির সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই শাহিনার বাবা শাহাজান মিয়া বাদী হয়ে নূর আলম ও তার ভাই নজরুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক নুর আলমের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আটক করেন কাউন্সিলর শফিউল ইসলাম শাফি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নুরুন্নবী জানান, স্থানীয় কাউন্সিলের সহায়তায় নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এদিকে শাহিনা বেগমের লাশ সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!