• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু


ফরহাদ খান, নড়াইল সেপ্টেম্বর ১৭, ২০১৮, ১০:৫২ এএম
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মাসুরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মাসুরা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মকলুকাত শেখের মেয়ে মাসুরা রাতের খাবার খেয়ে রাত ৯টার দিকে বড় বোনের সাথে ঘুমিয়ে পড়ে। খাটে ঘুমন্ত অবস্থায় মশারির বাইরে থেকেই মাসুরার ঘাড়ের নিচে বিষধর সাপ কামড় দেয়। রাত দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনার পর মাসুরার শরীরে ভ্যাকসিন দেয়া হলেও তা কাজে লাগেনি।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাসুরাকে চিকিৎসা দেয়ার সময়ই তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর অনেক পরে তাকে হাসপাতালে আনা হয়।

এদিকে মাসুরার মৃত্যুতে পরিবার, প্রতিবেশিসহ শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!