• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের উন্নয়নে ৫০ কোটি টাকা


বিনোদন প্রতিবেদক মে ১৭, ২০১৮, ০১:৪৭ পিএম
চলচ্চিত্রের উন্নয়নে ৫০ কোটি টাকা

চলচ্চিত্র শিল্পী সমিতির অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করছেন শিল্পীরা

ঢাকা: ‘এফডিসির এমডি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। তাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে, ৫০ কোটি টাকা দিয়ে ৬০-৭০টি সিনেমা হলে প্রজেক্টরসহ উন্নয়নের কথা চূড়ান্ত হয়েছে। ২৫০ কোটি টাকা চলচ্চিত্রের উন্নয়নে সরকারের কাজে বাজেট চাওয়া হয়েছে। প্রথমকি ভাবে সরকার ৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। বাকী টাকা আগামী বাজেটে পাশ করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভপিতি মিশা সওদাগর।’

১৫ মে এফডিসিতে  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মিশা আরও বলেন, পরিবারের জোড় আবেদনের কারনেই এই দাবি পূরন হতে যাচ্ছে। আর এ নেতৃত্বের সামনে কাতারে রয়েছেন মিয়া ভাই খ্যাত নায় ফারুক ভাই। 

১৫ মেসন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এফডিসিতে সমিতির কার্যালয়ে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, মিশা সওদাগর, ফেরদৌস, জায়েদ খান, ইমন, প্রযোজক শামসুল আলম, আবু মুসা দেবু, পরিচালক সমিতির মাহাসচিব বদিউল আলম খোকনসহ আরো অনেকে। 

ওয়েবসাইটের ঠিকানা হলো বিডি ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন ডটকম  bdfilmartisteassociation.com

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!