• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে রমজান


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৭, ০৭:৪১ পিএম
চাঁদ দেখা যায়নি, রোববার থেকে রমজান

ঢাকা: দেশের আকাশে আজ শুক্রবার (২৫ মে) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাসের শুরু হবে আগামী রোববার (২৮ মে) থেকে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রোববার থেকে রমজান মাসের শুরু হবে।

উল্লেখ্য, হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর।

এদিকে, রমজান মাসে খতম তারাবি পড়ার সময় সারাদেশে সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!