• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদা দাবিতে সেনা সদস্য আটক


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ২৫, ২০১৮, ০৭:০৯ পিএম
চাঁদা দাবিতে সেনা সদস্য আটক

সেনা সদস্য মনির সিকদার

ঝালকাঠি: জেলার রাজাপুরে চাঁদার দাবিতে মো. মনির হোসেন (৩২) নামে এক সেনা সদস্য আটক করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার (২৪ মার্চ) রাতে রাজাপুর থানা পুলিশ উপজেলা সদরে ওই সেনা সদস্যের বাসা থেকে থেকে তাকে আটক করে।

এসময় কাভারসহ একটি খেলনা পিস্তল, একজোড়া লেগ গার্ড ও র‌্যাবের পোষাক পরিহিত মনির সিকদারের একটি ছবি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মনির সিকদারের বিরুদ্ধে রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মোতালেব সিকদার ওরফে কাবাতু থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন। একধিকবার তার মোবাইলে ফোন দিয়ে মনির সিকদার ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। বরিশাল র‌্যাব-৮ প্রধান কার্যালয়ে তার (কাবাতু) বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে বলে সৈনিক মনির সিকদার জানায়।

অভিযোগের মীমাংসা করতে ১ লাখ টাকা দরকার হবে। প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দিলে তাকে ওই অভিযোগের কাগজ দেখাবেন এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরে অভিযোগপত্রটি ছিড়ে ফেলবেন বলেও জানান ওই সেনা সদস্য।

এ ঘটনায় মোতালেব সিকদার ওরফে কাবাতু শনিবার (২৪ মার্চ) রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার (২৫ মার্চ) পুলিশ আটক সেনা সদস্য মনির সিকদারকে সেনাবাহিনির কাছে সোপর্দ করেন।

এদিকে রোববার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল মনিরকে সেনানিবাসে নিয়ে যান। বর্তমানে তিনি রাঙ্গামাটির কাপ্তাই সেনানিবাসে কর্মরত রয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!