• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, আহত ১০


নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১০:০১ পিএম
চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগরে দাবি করা চাঁদা না দেয়ার জের ধরে ১০টি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এ সময় বাঁধা দিতে গিয়ে নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গুরুত্বর আহতরা হলেন, সালাম, জয়নাল, খালেক, শাকিল। এদের প্রত্যেকের বয়স ৪০-৪৫ এর মধ্যে।

হামলার শিকার আলী হোসেন জানান, তিনি এলাকায় মাটি ব্যবসায়ী। স্থানীয় সন্ত্রাসী সামাদ আলী দীর্ঘদিন ধরেই তার ব্যবসা থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সামাদের হুমকির ভয়ে তিনি ২ লাখ টাকা সামাদকে দিলেও বাকি টাকার দাবিতে তাদেরকে হুমকি দেয়। পরে হুমকির কথা পুলিশকে জানিয়ে আলী হোসেন সাধারণ ডায়েরি (জিডি) করলে সামাদ গং ক্ষিপ্ত হয়ে আলী হোসেনের বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় পরিবার ও প্রতিবেশীরা বাঁধা দিতে গেলে তারা ১০টি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সামাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযোগকারী ও অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রুজু রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!