• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে পাথর এলাকাবাসী


নাটোর প্রতিনিধি জুলাই ৩০, ২০১৭, ০৯:৫৬ এএম
চার শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে পাথর এলাকাবাসী

ছবি: সোনালীনিউজ

নাটোর: এমন দুর্ঘটনা যেন কারো পরিবারে কখনো আসে না। শুধু পরিবারের সদস্যরা নয় গোটা এলাকাবাসী যেন শোকে পাথর হয়ে গেছে। স্তব্দ হয়ে গেছে পুরো এলাকার পরিবেশ। পানিতে ডুবে একই সঙ্গে মারা গেছে চার শিশু তারা পরস্পর ভাই-বোন। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা গ্রামে শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বাবলাতলা গ্রামের মো. মিন্টু হোসেনের ছেলে রাব্বানী (৩) ও মেয়ে মেঘলা (৭) এবং মিন্টুর ভাই  মো. শিমুল হোসেনের দুই মেয়ে রাত্রি (৬) ও সন্ধ্যা (৮)।

জানা যায়, বিকেলে কোনো এক সময় বাড়ির পাশে চার ভাই-বোন খেলতে গিয়ে পাশেই বৃষ্টির পানিতে খালে ডুবে যায়। পরে তাদেরকে অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনা জানতে পেরে নিহতের বাবা-মা শোকে বার বার মূর্ছা যাচ্ছিল। স্বজনদের আহাজারিতে উপস্থিত শত শত গ্রামবাসী সকলেরই চোখে অশ্রু দেখে গেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাবাসী শোকে পাথর হয়ে গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!