• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীন-ভারত সীমান্তে বিপুল চীনা সেনা মোতায়েন


সোনালীনিউজ ডেস্ক মে ১৫, ২০১৬, ১১:২৭ এএম
চীন-ভারত সীমান্তে বিপুল চীনা সেনা মোতায়েন

চীন ভারতীয় সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে উল্লেখ করে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানে চীনের সামরিক উপস্থিতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন সেনা সদরদপ্তর। পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন উপ সহকারী প্রতিরক্ষামন্ত্রী আব্রাহাম এম ডেনমার্ক সাংবাদিকদের এ উদ্বেগের কথা বলেছেন।

চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেন্টাগনে জমা দেয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আব্রাহাম বলেন, ‘ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় চীনা সামরিক বাহিনীর সক্ষমতা এবং সেনা সংখ্যা বাড়ানো হয়েছে। চীনের এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য কি তা যাচাই করা কঠিন’

এছাড়া পাকিস্তানের মতো দীর্ঘদিনের বন্ধু দেশগুলোতে চীনা নৌবাহিনী ঘাঁটি স্থাপন করতে পারে বলেও ধারণা ব্যক্ত করেন তিনি।

চীন-ভারত রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি সত্ত্বেও ৪,০৫৭ কিলোমিটার সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে মনে করে বেইজিং। একইভাবে তিব্বতের পশ্চিমাঞ্চলীয় আসকাই চিনকেও নিজ ভূখণ্ড বলে গণ্য করে চীন। সূত্র: ডেকান ক্রনিকল, টাইমস অব ইন্ডিয়া

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!