• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশে আগমন


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০১৬, ১০:৩৫ পিএম
চীনা প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশে আগমন

চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান এর নেতৃত্বে ৩৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান।

এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ও উর্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও, সফরকালে প্রতিনিধিদলের সদস্যগণ বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকালে তাঁরা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটির আগামী ৩০ মে নিজ দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!