• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া

ছাত্রদলের সমাবেশ হচ্ছে না


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৮, ০২:২৪ পিএম
ছাত্রদলের সমাবেশ হচ্ছে না

ঢাকা : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ছাত্রদলের সমাবেশ পুলিশ বাতিল করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার কথা ছিল।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে প্রবেশ করতে দিচ্ছে না।

তিনি বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে খালেদা জিয়ার উপস্থিতিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বাতিল গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে সরকার আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণে বাধা দিচ্ছে।

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) বিএনপিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ, ১৯৭৮ সালে ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!