• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা শুরু রোববার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৭, ০৬:৫২ পিএম
জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা শুরু রোববার

ঢাকা: বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কেএন হার্বোর ২৪তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা। উভয় বিভাগে ১৬টি ওজন শ্রেনীতে ২১টি জেলা ক্রীড়া সংস্থা থেকে মোট ৩৩০ জন খেলোয়াড় এতে অংশগ্রহন করছে।

 প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) ফেডারেশন কার্যালয়ে অংশ নেয়া কুস্তিগিরদের দৈহিক ওজন গ্রহন করা হয়। এবারের প্রতিযোগিতায় বালক (১৮-২০বছর) গ্রুপে ৪৬-৫০ কেজি, ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬, ও ৯৬-১২০ কেজি ওজন শ্রেনীতে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে বালিকা (১৮-২০বছর) গ্রুপে ৪০-৪৪ কেজি, ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি ওজন শ্রেনীতে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১১টায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কেএন হার্বার কনসোর্টিয়াম এর  চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুস্তাক। ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এসময় উপস্থিত থাকবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!