• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘জাতীয় পার্টি দেশের একমাত্র জাতীয়তাবাদী দল’


নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০১৭, ০৮:৫৩ পিএম
‘জাতীয় পার্টি দেশের একমাত্র জাতীয়তাবাদী দল’

ঢাকা: এবার জাতীয় পার্টিকে দেশের একমাত্র ‘জাতীয়তাবাদী দল’ হিসেবে দাবি করলেন পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কারণ ব্যাখ্যা করে তিনি বললেন,‘আমরা আল্লাহতে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা সারা দেশে ছড়িয়ে পড়ছি।’

সোমবার (৬ মার্চ) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ দাবি করেছেন এরশাদ।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি নূরুল ইসলাম রাজ ও মধুপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আসুদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় এসে জাতীয় পার্টি গঠন করা এরশাদ আরো বলেন, ‘বর্তমানে দেশে কোনো রাজনীতি নেই। রাজনীতি শুধু বক্তব্য আর পাল্টা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। একপক্ষ এক কথা বলছে, আরেক পক্ষ তার বিরুদ্ধে বলছে।’

নিজের রাজনৈতিক দলের প্রশংসা করে পার্টির চেয়ারম্যান বলেন, ‘এর মধ্যে মানুষ জাতীয় পার্টির কাছে আসছে। এই দলের মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে।’

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে ‘অচিরেই’ নতুন জোট আসছে জানিয়ে এরশাদ বলেন, ‘যারা জাতীয় পার্টির পতাকার নিচে আসছেন, তারা আমার হাতকে শক্তিশালী করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা নতুন জোট ঘোষণা করব।’

এর আগে গেল ২০ ফেব্রুয়ারি রংপুরে এক মতবিনিময় সভায় নতুন জোট গঠন করে আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা সংবাদিকদের জানিয়েছিলেন এরশাদ।

সোনালীনিউজডটকম

Wordbridge School
Link copied!