• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে: এরশাদ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৭, ০৯:১২ পিএম
জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন, ঘুমন্ত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আবার জেগে উঠেছে। জেগে উঠার কারণ হলো পার্টি এখন সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশত আসনেই প্রার্থী দেবে।

সোমবার(১৭ জুলাই) বিকেলে রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিতরা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ এ কথা বলেন।

এসময়ে এরশাদ ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা সংসদীয় আসন-৩ থেকে লিয়াকত হোসেন খোকাই নির্বাচন করবে। আমার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখায় খোকাই বিজয়ী হবে। বক্তব্য দিতে গিয়ে এরশাদ বলেন, বিএনপি আজ মাঠে নেই। এদের মধ্যে কোনো আন্দোলনের উত্তাল নেই। সাংগঠনিক কোনো কর্মকাণ্ড নেই। জাতীয় পার্টি জাতীয়তাবাদী শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিকে সু-সংগঠিত করে প্রতিটি জেলা, উপজেলা ও তৃণমূলে কাজ করার জন্য কর্মীদের নির্দেশ দেন এরশাদ। 

শুভেচ্ছা জানানোর সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব বেলাল হোসেন। উপস্থিত থাকা কমিটির অন্য সদস্যরা হলেন, হাজী আব্দুস সোবহান, ফারুক আহম্মেদ, আবু সাঈদ স্বপন, আমিনুল হক সাইদুল, গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন খান, কুতুব উদ্দিন আহমেদ, এম এ হাসান, সৈয়দ মনিরুজ্জামান, বি এম নুরুজ্জামান, অ্যাড. শাহজালাল, লোকমান ভ‚ইয়া রাজু, হাদিস হোসাইন, শাহজাহান, আজিজুল হুদা চৌধুরী সুমন, নুরুল ইসলাম মিন্টু, মাসুদুর রহমান মাসুম, ইদি আমিন এ্যাপোলো, হাবিবুর রহমান হাবিব, আজিজুর রহমান বাদল, মিজানুর রহমান মিজান, মোঃ নুরুজ্জামান, ডাঃ আব্দুস সালাম, ডাঃ আলফাজ উদ্দিন শাহ্, কনক আহমেদ, মোহাম্মদ আলী খান, হাজী আনোয়ার হোসেন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!