• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামিন নিতে এসে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে


রংপুর ব্যুরো সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৮:০৭ পিএম
জামিন নিতে এসে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

ছবি: সোনালীনিউজ

রংপুর : পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বিএনপির নেতাকর্মীরা জামিনের আবেদন জানালে বিচারক এবিএম নিজামূল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী দক্ষিণ ডিবি পুলিশের এসআই মিলন মিয়া জানান, পুলিশের ওপর হামলার মামলায় জামিনের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে হাজির হন জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, কাজী খয়রাত, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, যুবদল নেতা বাবু, মনিরুজ্জামান মনির, মাহমুদুল হাসান সুজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, রংপুর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরী, কারমাইকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এসএম পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী। তারা আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির পক্ষে ১৫ জনের আইনজীবীর প্যানেলে থাকা অ্যাডভোকেট আব্দুর রশীদ, আব্দুল কাইয়ুম ও আফতাব হোসেন বলেন, আদালত পুলিশের সাজানো মিথ্যা মামলাতে হয়রানি করতেই বিএনপি নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!