• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিসিসির ছয় কেন্দ্রে ইভিএমে ভোট


গাজীপুর প্রতিনিধি জুন ২৬, ২০১৮, ১২:০৫ এএম
জিসিসির ছয় কেন্দ্রে ইভিএমে ভোট

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। সোমবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।  

রিটার্নিং কর্মকর্তা জানান, ইভিএমে ভোটগ্রহণের তালিকায় থাকা চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৮০ জন। এ ছাড়া অন্য পাঁচটির মধ্যে চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫২০, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১)-এ ২৫৬২, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২)-এ ২৮২৭, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১)-এ ১৯২৭ ও রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় (২)-এ ২০৭৭ জন ভোটার রয়েছেন। সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়।

এতে দ্রুততার সঙ্গে নির্ভুল ফল পাওয়া গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনার পর গাজীপুরে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে এগুলো অনেক আধুনিক। এতে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট নামের দুটি অংশ থাকে। কন্ট্রোল ইউনিট থাকবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে। ব্যালট ইউনিট থাকবে ভোট দেওয়ার জন্য নির্ধারিত গোপন কক্ষে।

সূত্র মতে, নতুন ইভিএম সম্প্রতি অনুষ্ঠিত রংপুর পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রে ব্যবহার হয়েছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!