• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোট গঠনে জাতীয় পার্টি অনেক শক্তিশালী: রুহুল আমিন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৭, ০৮:৫৫ পিএম
জোট গঠনে জাতীয় পার্টি অনেক শক্তিশালী: রুহুল আমিন

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। পূর্বের যেকোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি বর্তমানে অনেক বেশি শক্তিশালী এবং সু-সংগঠিত। জোট গঠনে মধ্যদিয়ে এই শক্তি আরো বেশি বেগবান হয়েছে।

সোমবার(১৭ জুলাই) রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জোট গঠনের মধ্যদিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে নব জাগরণের সূচনা হয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আহ্বানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট গঠন করায় এদেশের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আমাদের জোটকে সমর্থন দিবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

সভায় জোটের শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর (অব.) খালেদ আখতার, মাওলানা এম.এ মতিন, মাওলানা স.উ.ম আব্দুস সামাদ, অধ্যাপক এম.এ মোমেন, মাওলানা আ.ন.ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, সৈয়দ মোজাফ্ফর আহমদ, আবু নাছের ওহেদ ফারুক, হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, ক্বারী মাওলানা আসাদুজ্জামান, মুফতি মহিবুল্লাহ, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, আখতার হোসেন প্রমুখ

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!