• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোট প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী আ.লীগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০১৮, ০১:০৬ পিএম
জোট প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী আ.লীগ

ঢাকা : গত দুই নির্বাচনের মতো আসছে সংসদ নির্বাচনেও রাজধানীর প্রাণকেন্দ্রের সংসদীয় আসন ঢাকা- ৮ এ শরিক দল ওয়াকার্স পার্টির পার্টির সভাপতি রাশেদ খান মেননকেই ঘিরেই ভোটের হিসাব কষছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এ আসনে মনোনয়নের প্রত্যাশায় আওয়ামী লীগ থেকে কয়েক জনের নাম আলোচনায় থাকলেও নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তকেই চ‚ড়ান্ত হিসেবে মেনে নেয়া হবে।

সরকারের উন্নয়নকে মূল্যায়ন করে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থীর পক্ষেই ভোটাররা রায় আসবে বলে মনে করেন নেতারা। যদিও বিএনপি মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে আসন পুনরুদ্ধারে দলটির কোনো বেগ পেতে হবে না।

ভোটের ৫ মাস আগেই দেশের অন্যান্য স্থানের মতো ঢাকা ৮ আসনেও বইতে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। দেশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল, শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, মন্ত্রিপাড়া, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে বিশেষ গুরুত্ব রয়েছে মতিঝিল-পল্টন-রমনা-শাহবাগ থানা নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকার। ৯১ আর ২০০১ সালে এখানে বিএনপি জয় পেলেও ৯৬ এর নির্বাচনে হাওয়া লাগে নৌকার পালে। আর ২০০৮ থেকে পরের দুই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নৌকার টিকিটে এখানকার সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আসছে নির্বাচনেও তাকে কেন্দ্র করেই ভোটের হিসেব কষছে ১৪ দলীয় জোট। তবে এ আসনে আওয়ামী লীগ থেকেও একাধিক নাম আলোচনায় থাকলেও নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।

১৪ দল মনে করে, সরকারের উন্নয়ন আর বর্তমান সংসদ সদস্যের ভাবমূর্তির ইতিবাচক মূল্যায়ন করে ঢাকা ৮ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন ভোটাররা।

তবে বিএনপির দাবি, সুষ্ঠু নির্বাচন হলে আসনটি আবারো যাবে ধানের শীষের দখলে। সব ঠিকঠাক থাকলে আসছে অক্টোবরে ঘোষিত হচ্ছে একাদশ সংসদ নির্বাচনের তফসিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!