• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়কে জোর করা ঠিক হবে না: কাদের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০১৬, ০৮:২৬ পিএম
জয়কে জোর করা ঠিক হবে না: কাদের

ঢাকা: বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে জোর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সদ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৬ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘জোর করে আপনারা তার ওপর কিছু আরোপ করতে পারেন না। তার নিজের সম্মতিরও ব্যাপার আছে। তিনি আমাদের ভবিষ্যত নেতা। অবশ‌্যই এ বিষয়ে ভবিষ্যতে সময় মত...। নেত্রী আছেন, তারও সম্মতির বিষয় আছে। তখনই  বিবেচনা করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে আওয়ামী লীগের সদ্য সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র আমাদের ভবিষ্যত লিডার সজীব ওয়াজেদ জয়। তাকে ঘিরে আমাদের স্বপ্ন আছে। আশা আছে। তিনি আমাদের ভবিষ্যত লিডার। কিন্তু রাজনীতিতে সরাসরি কমিটিতে আসা, সে ব্যপারে তার আগ্রহের ব্যাপারকে গুরুত্ব দিতে হবে।’

এর আগে গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা আবারও দলের সভাপতি নির্বাচিত হন। আর ওবায়দুল কাদের পান সাধারণ সম্পাদকের পদ।

কাউন্সিলে তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রীর ছেলেকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখার প্রত‌্যাশার আবেদন জানালেও যুক্তরাষ্ট্র প্রবাসী তথ‌্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয় বিনীতভাবে তার অপারগতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিদেশে থেকে দলীয় পদ রাখা উচিৎ নয়।’    

সম্মেলনের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কয়েকদিন আগে কাউন্সিল অধিবেশনে তাকে (জয়) অনেকটা জোর করে মঞ্চে ওঠানো হয়েছে। আমাদের চাপে, কাউন্সিলরদের চাপে তিনি মঞ্চে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন কাউন্সিলরদের ওখানে বসে থাকতে। ওখানে তিনি কমফোর্ট ফিল করেছিলেন।’

ওবায়দুল কাদের জানান, মঞ্চেও তাকে কমিটিতে থাকার কথা বলেছিলেন। তখন তিনি বলেছেন, বিদেশে থেকে দলের পদে থাকা ঠিক হবে না। তাছাড়া উনি বলেছেন, বিএনপির নেতার (তারেক রহমানের দিকে ইঙ্গিত করে) মতো আমি হতে চাই না।’

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!