• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝড়ে বিয়ে বাড়ির দেয়াল ধ্বসে নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্ক মে ১১, ২০১৭, ০১:১৩ পিএম
ঝড়ে বিয়ে বাড়ির দেয়াল ধ্বসে নিহত ২৬

ঢাকা : ভারতের রাজস্থানে প্রচণ্ড ঝড়ে একটি বিয়ে অনুষ্ঠানে দেয়াল ধ্বসে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন।

বুধবার (১০ মে) রাতে রাজস্থানের ভারতপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভরতপুর জেলার পুলিশ সুপার অনিল তাঙ্ক বলেন, ভাড়া করা মিলনায়তনে বিয়ের আয়োজন চলছিল। ঝড়ের কারণে বিয়ের অনুষ্ঠানস্থলের লাগোয়া একটি দেয়াল ও একটি টিনশেড ঘর ধসে পড়ে অতিথিদের ওপর। এতে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, ধসে পড়া দেয়ালটি প্রায় ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল। এই দেয়ালের পাশেই অতিথিদের খাওয়ার আয়োজন করা হয়েছিল।

পুলিশের এসপি অনিল তাঙ্ক বলেন, নিহতের মধ্যে ১১ জন পুরুষ, ৭ নারী ও ৪ শিশু রয়েছে। বিয়ে বাড়ির দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২/১৩ ফুট চওড়া ছিল বলেও জানান তিনি। দেয়াল ধসে নিহতের ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ওই মিলনায়তনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!