• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৭, ২০১৬, ০৬:০০ পিএম
ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি

যুক্তরাষ্ট্রে নতুন এক জরিপে দেখা যাচ্ছে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ১২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। উসকানিমূলক কথাবার্তার জন্য ভোটাররা ট্রাম্পের ওপর ভরসা রাখতে পারছেন না।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা যায়, হিলারিকে সমর্থন করছেন ৫১ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছে ৩৯ শতাংশ ভোটার। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল এবং এনবিসি নিউজ পরিচালিত অপর এক জরিপেও হিলারি ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দুটি জরিপই রবিবার প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা যাচ্ছে, এক মাস আগেও ট্রাম্পের প্রতি নাগরিকদের যে সমর্থন ছিল তা এখন আর নেই। দুই তৃতীয়াংশ ভোটারই মনে করেন যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। অন্যদিকে ৬১ শতাংশ আমেরিকান মনে করেন যে হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!