• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুষারধসে কাশ্মীরে ১১ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৬, ২০১৮, ০৭:৩৩ পিএম
তুষারধসে কাশ্মীরে ১১ জনের মৃত্যু

ঢাকা : কাশ্মীরে তুষারধসে ১১ জনের মৃত্যু হয়েছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে বর্ডার রোডস অর্গানাইজেশনের একজন কর্মকর্তাও রয়েছেন। তিনজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উধমপুরের কাছে কারোবা অঞ্চলে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। বাসটি রামনগর থেকে উধমপুরে যাচ্ছিল। কারোবায় হঠাৎ নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সন্ধ্যায় কুপওয়ারার ত্যাংধার সেক্টরে তুষারধস নামে। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। একে একে দেহ উদ্ধার হতে থাকে। এরই মধ্যে অলৌকিকভাবে একটি সাত বছরের ছেলেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাধনা টপের কাছে খনি নাল্লাহ অঞ্চলে সে গাড়ির মধ্যে ছিল। তুষারধস নামার পর সেই গাড়ির চালক লাফিয়ে পালিয়ে যায়। শিশুটি গাড়ির মধ্যেই চার ঘণ্টা আটকে ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!