• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন যৌনমিলনে রাজী না হলে হতে পারে ডিভোর্স


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ১৩, ২০১৬, ০৫:০৯ পিএম
দীর্ঘদিন যৌনমিলনে রাজী না হলে হতে পারে ডিভোর্স

স্ত্রী সুস্থ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যৌন মিলনে রাজী না হলে ডিভোর্সের মামলা রুজু করতে পারবেন স্বামী৷ এমনই যুগান্তকারী রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট৷ তবে এর জন্য বেশ কিছু শর্ত রেখেছে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

জানা গেছে, দীর্ঘ প্রায় চার বছরেরও বেশি সময় ধরে এক সঙ্গে থাকা সত্ত্বেও যৌনমিলনে রাজী ছিল না স্ত্রী৷ এরপরেই স্ত্রী বিরুদ্ধে নিম্ন আদালতে ডিভোর্সের মামলার আবেদন করেন তিনি৷ নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়৷ এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান ওই ব্যাক্তি৷ আদালতে দাখিল করা হলফনামায় ওই ব্যক্তি উল্লেখ করেন, তাঁর স্ত্রী শারীরিক এবং মানসিকভাবে সুস্থ৷ তাঁরা এক সঙ্গে এক ছাতার তলাতে থাকলেও যৌনমিলনে কখনোই রাজী হতেন না স্ত্রী৷ এরপরেই গোটা হলফনামা খতিয়ে দেখে ব্যক্তি আবেদন মঞ্জুর করে প্রদীপ নন্দ্রযোগ ও প্রতিভা রাণীর ডিভিশন বেঞ্চ৷

এ বিষয়ে মামলাকারী ওই ব্যক্তি জানিয়েছেন, আদালতের রায়ে তিনি যথেষ্ট খুশি৷ শুধুমাত্র ‘আত্মার মিলনে’ কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না বলেও মনে করছেন তিনি৷ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও তাঁর স্ত্রী যৌনমিলনে রাজী না হওয়াটা ছিল তাঁর কাছে যেন রীতিমতো দীর্ঘদিনের নির্যাতন৷

সুতরাং খুব সবাধান৷ সম্পর্কে জটিলতা হওয়ার আগে নিয়মিত মিলনে লিপ্ত হওয়াটাই ভালো৷ স্বামী বা স্ত্রী কারো ইচ্ছেই যেন অপূর্ণ না থাকে সেদিকে খেয়াল রেখে চললেই এড়ানো যাবে বিবাহ বিচ্ছেদ৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!