• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০১৬, ০২:০৪ পিএম
‘দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘যারা দেশের অস্তিত্বের বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হত্যা, অগ্নিসংযোগ চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তারা যাতে শাস্তি পায় আপনারা সেজন্য চেষ্টা করবেন।’

সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এর আগে তিনি কাঙালি ভোজের উদ্বোধন করেন।

এইচ টি ইমাম বলেন, ‘যারা বাংলাদেশকে কুরে খেতে চায়, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এরপর ২১ বছর ধরে তারা খুনিদের পুনর্বাসন করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা হত্যার রাজনীতি করেছে। এরপর ২০১৩ সালে আগুনসন্ত্রাস করেছে। এসব স্বাধীনতাবিরোধীদের আদ্যপান্ত দমন করতে হবে।’

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!