• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মানবিক সংকটে বিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০১৭, ০২:৩৯ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মানবিক সংকটে বিশ্ব

ইয়েমেনের একটি হাসপাতালে অপুষ্টিতে ভোগা শিশু।তার দুই বছরের ভাইটি মারা গেছে অনাহারে।

ঢাকা: ভয়াবহ মানবিক সংকটে পড়েছে বিশ্ব বলে মন্তব্য করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর এখন বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি।

বিবিসির খবরে বলা হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর অভাবের মধ্যে পড়েছে।

“জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতদিনে কখনো এত বেশি মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি।”

ওব্রায়েন বলেছেন, “যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা ১ কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।”

জাতিসংঘের জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) সতর্কতা জারি করে বলেছে, “১৪ লাখ শিশু এ বছর খাদ্যাভাবে মারা যেতে পারে। এ বিপর্যয় এড়াতে আগামী জুলাই মাসের মধ্যে ৪৪০ কোটি ডলার প্রয়োজন।”

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!